
‘মারকাযুল বুহুস আল-ইলমিয়া’ ঢাকার উদ্যোগে আয়োজিত আজকের এ বাহাস বা সেমিনারের সঞ্চালক, বিতার্কিক ও উপস্থিত সুধীমণ্ডলী; সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সুপ্রিয় উপস্থিতি, বর্তমান বিশ্বের মুসলিম দেশগুলোর চরম দুঃখজনক ও অসহনীয় কিছু চিত্রের কথা আজ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মহান আল্লাহ একমাত্র তাওফিকদাতা।
এ তালিকায় প্রথম যে দেশটির নাম আসবে, সেটা হচ্ছে নিশ্চিতভাবেই ফিলিস্তিন। এর সম্পর্কে কিছু তথ্য, ফিলিস্তিনে ইসরাইলের অমানবিক হামলা ও হত্যাযজ্ঞ, যা আমাদের দূর থেকেও কাঁদিয়ে তোলে। যা আমরা দেখতে ও শুনতে পাই ঠিকই, কিন্তু কিছু বলতে বা করতে পারি না এবং পারছি না। কারণ যেখানে আরব বিশ্বের মত দেশগুলো কিছু বলছে না, তাদের সামর্থ থাকা সত্ত্বেও। তারা আমেরিকার মতো ঘৃণিত ও ঔপনিবেশিক রাষ্ট্রগুলোকে সমর্থন করছে।
এ তালিকায় রয়েছে মুসলিমদের প্রাণকেন্দ্র, প্রধান রাষ্ট্র, ঐতিহ্য ও অতীতের স্মৃতি বিজড়িত সৌদি আরব। রয়েছে মিশর। আবার কেউ কেউ রীতিমতো নীরবতা পালন করছে। যেমন তুরস্ক, জর্ডান, কাতার, ইত্যাদি। সেখানে আমাদের মতো বাঙালিরা আর কী-ইবা করবে?
আমাদের চারদিকে রয়েছে শুধু শত্রু আর শত্রু। যেমন একদিকে রয়েছে ভারতের মতো বিধর্মী পরাশক্তি ও ইসলামের ঘোর শত্রু দেশ আমাদের ঘিরে আছে। ঠিক অন্যদিক থেকে রয়েছে মায়ানমারের মতো বিধর্মী ও কট্টর মুসলিমবিদ্বেষী রাষ্ট্র। তবে আমরা চেষ্টায় পিছিয়ে থাকতে চাই না। আমরা মনে করি, আমাদের সামর্থ আছে, অন্তত দু’ফোটা অশ্রু নিবেদন করার।
চলুন নিপীড়িত ও নির্যাতিত মুসলিম ভাই-বোনদের জন্য দু’ফোটা অশ্রু নিবেদন করি। আসুন তাদের সাহায্যের জন্য। এগিয়ে আসুন নিজেদের কর্তব্য পালন করতে।
লেখক: হাফেজ হাসান সাদিক
শিক্ষার্থী: মারকাজুল বুহুস আল-ইলমিয়া
দোলাইরপাড়, যাত্রাবাড়ী, ঢাকা
ক্যাটাগরি: মিনি কলাম, শীর্ষ তিন