example.com

Verify you are human by completing the action below.

example.com needs to review the security of your connection before proceeding.
মহামন্দার শঙ্কায় বিশ্বঅর্থনী‌তি: অচলায়ত‌নে বাংলা‌দেশ – দেশ দর্শন
রবিবার রাত ৪:০৮, ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ. ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ খবর:
হাফেজ আবুল হাসান কুমিল্লার হুজুরের জানাযায় জনতার ঢল ‘আমার স্ত্রী মাকসুদাকে মেরে ফেলেছি, আমাকে থানায় নিয়ে যান’ বন্যার্তদের জন্য জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের আলোচনাসভা ও দোয়া ব্রাহ্মণবাড়িয়া আয়কর আইনজীবী সমিতির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত ২৮ ফেব্রুয়ারি মাতৃভাষা একাডেমিতে ‘মাতৃভাষা উৎসব’ ভলান্টিয়ার ফর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা বোর্ড নির্বাচন অনুষ্ঠিত নির্বাচনী পোস্টারে লেমিনেশন ও পলিথিন ব্যবহাররোধে স্মারকলিপি ক্ষমতার স্বপ্নে বিভোর জাতীয় পার্টি: চুন্নু মাতৃভাষা একাডেমিতে কবিতা আড্ডা অনুষ্ঠিত হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটি ব্রাহ্মণবা‌ড়িয়া সম্মেলন অনু‌ষ্ঠিত ব্রাহ্মণবা‌ড়িয়ার বিখ্যাত বাইশমৌজা বাজার ও গরুর হাট ব্রাহ্মণবা‌ড়িয়ায় তরুণ আলেমদের ২য় মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহামন্দার শঙ্কায় বিশ্বঅর্থনী‌তি: অচলায়ত‌নে বাংলা‌দেশ

ইমতিয়াজ সৌরভ

সুদের হার বাড়ায় কমেছে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ। কমেছে, কর্মসংস্থানের সুযোগও। বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পাওয়ায় মূূল্যবৃদ্ধির এই বাজারে ভারসাম্য খুঁজে পাওয়াই কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মত অর্থনীতিবিদদের।

চরম মন্দার দিকে অগ্রসর হচ্ছে বিশ্ব অর্থনীতি- চলতি বছরের শুরুতে এমন গুঞ্জন শোনা গেলেও যত দিন যাচ্ছে ততই জোরালো হচ্ছে এই আশঙ্কা। সম্প্রতি বিশ্বের শীর্ষস্থানীয় ২২টি সরকারি-বেসরকারি খাতের অর্থনীতিবিদের মতামত নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে সুইজারল্যান্ডভিত্তিক বিশ্ব অর্থনৈতিক ফোরাম। তাতে দেখা গেছে, প্রতি ১০ জন অর্থনীতিবিদের ৭ জনই ২০২৩ সালে বৈশ্বিক মন্দার শঙ্কা প্রকাশ করেছেন।

সম্প্রতি ২০২৩ সালে ভয়াবহ বৈশ্বিক মন্দার শঙ্কা প্রকাশ করেছে খোদ বিশ্বব্যাংক। ধারাবাহিক মুদ্রাস্ফীতি মোকাবিলায় বেশিরভাগ দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানোয় এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মত তাদের। গ্লোবাল রিসেশন প্রোবাবিলিটি মডেলের জন্য পরিচিত ফ্লোরিডাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান নেড ডেভিস রিসার্চ বৈশ্বিক মন্দার আশঙ্কা আরও জোরালো করেছে। তারা বলছে, আগামী বছর মন্দা দেখা দেওয়ার হার ৯৮ দশমিক ১ শতাংশ।

সুদের হার বাড়ায় কমেছে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ। কমেছে, কর্মসংস্থানের সুযোগও। বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পাওয়ায় মূূল্যবৃদ্ধির এই বাজারে ভারসাম্য খুঁজে পাওয়াই কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মত অর্থনীতিবিদদের।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বের অপর দেশগুলোতেও আশা সঞ্চারের মতো কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। ইউরোপের তিনটি বৃহৎ অর্থনীতি জার্মানি, ইতালি ও যুক্তরাজ্য আগামী বছর দীর্ঘ মন্দায় পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে সৃষ্ট জ্বালানি সংকট এর অন্যতম কারণ।

২০২৩ সালে ইউরো অঞ্চলে মাত্র শূন্য দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি প্রত্যাশা করছে অর্গানাইজেশন ফর ইকনোমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। যা অঞ্চলটির বেশিরভাগ দেশের আগামী বছর মন্দায় পতিত হওয়ার ইঙ্গিত।

এশীয় প্রশান্ত অঞ্চলে অর্থনৈতিক সংকোচন এড়িয়ে যাওয়ার প্রত্যাশা থাকলেও চীনের ‘জিরো কোভিড’ লকডাউন ও সীমান্তে বিধিনিষেধে, অঞ্চলটির প্রবৃদ্ধিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পরবে বলে মত বিশ্লেষকদের। এমন পরিস্থিতিতে মন্দার শঙ্কা এড়িয়ে যাওয়া কঠিন বলেও মনে করছেন তারা।

ক্যাটাগরি: অপরাধ-দুর্নীতি,  শীর্ষ তিন,  সারাদেশ

ট্যাগ: