example.com
Verify you are human by completing the action below.
জাতীয় নির্বাচন এগিয়ে এলে জাতীয় পার্টি নিয়ে হাস্যরস, ভাঙ্গন, বিতর্ক, পার্টির অভ্যন্তরে সিদ্ধান্তহীনতা যেন নতুন করে মাথাচাড়া দেয়। এবারও এর ব্যতিক্রম নেই। প্রশ্ন উঠেছে, জাতীয় পার্টি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কিনা। এর জবাবে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আমরা নির্বাচন করতে এসেছি। নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য, নাটক করার জন্য আসি নাই। নির্বাচন করব এবং নির্বাচন করে ‘আগামীতে ক্ষমতায় যাব সেই স্বপ্নেও আমরা বিভোর’।
বুধবার দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যান জিএম কাদেরের রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন। জাপা মহাসচিব বলেন, আমরা নির্বাচনে এসেছি নির্বাচন করার জন্য, না করার জন্য না। নির্বাচন করার শর্ত হিসেবে আমাদের একটাই দাবি, নির্বাচনের পরিবেশ এমন হতে হবে যেন ভোটারদের আস্থা আসে। আর কোনো দাবি আমাদের নাই।
তিনি বলেন, নির্বাচনের কৌশল হিসেবে, রাজনৈতিক কৌশল হিসেবে সিটসহ যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে, না-ও হতে পারে। সিদ্ধান্ত হতে পারে, না-ও হতে পারে। নির্বাচনী কৌশল হিসেবে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই।
চুন্নু আরও বলেন, জোট-মহাজোটের বিষয়ে আমরা নির্বাচন কমিশনে কোনো দরখাস্ত করি নাই। আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) অনুযায়ী যদি জোট-মহাজোট করতে হয়, তাহলে একটা নির্দিষ্ট সময়ে নির্বাচন কমিশনে দরখাস্ত দিয়ে জানিয়ে দিতে হয়। আমরা জানাইনি। কারণ আমরা প্রথম থেকেই জোট-মহাজোটে যাওয়ার সিদ্ধান্তে নাই।
ক্যাটাগরি: প্রধান খবর, শীর্ষ তিন