example.com

Verify you are human by completing the action below.

example.com needs to review the security of your connection before proceeding.
ভলান্টিয়ার ফর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা বোর্ড নির্বাচন অনুষ্ঠিত – দেশ দর্শন
শুক্রবার ভোর ৫:৪৪, ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ. ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ খবর:
হাফেজ আবুল হাসান কুমিল্লার হুজুরের জানাযায় জনতার ঢল ‘আমার স্ত্রী মাকসুদাকে মেরে ফেলেছি, আমাকে থানায় নিয়ে যান’ বন্যার্তদের জন্য জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের আলোচনাসভা ও দোয়া ব্রাহ্মণবাড়িয়া আয়কর আইনজীবী সমিতির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত ২৮ ফেব্রুয়ারি মাতৃভাষা একাডেমিতে ‘মাতৃভাষা উৎসব’ ভলান্টিয়ার ফর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা বোর্ড নির্বাচন অনুষ্ঠিত নির্বাচনী পোস্টারে লেমিনেশন ও পলিথিন ব্যবহাররোধে স্মারকলিপি ক্ষমতার স্বপ্নে বিভোর জাতীয় পার্টি: চুন্নু মাতৃভাষা একাডেমিতে কবিতা আড্ডা অনুষ্ঠিত হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটি ব্রাহ্মণবা‌ড়িয়া সম্মেলন অনু‌ষ্ঠিত ব্রাহ্মণবা‌ড়িয়ার বিখ্যাত বাইশমৌজা বাজার ও গরুর হাট ব্রাহ্মণবা‌ড়িয়ায় তরুণ আলেমদের ২য় মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভলান্টিয়ার ফর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা বোর্ড নির্বাচন অনুষ্ঠিত

দেশ দর্শন প্রতিবেদক

সভাপতি: ফজলুল করিম, সাধারণ সম্পাদক: তৌফিকুল ইসলাম

ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) ব্রাহ্মণবাড়িয়া জেলা বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর সকাল ৯টা হতে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে জেলা কমিটির ২৮ জন সদস্য অনলাইনের মাধ্যমে ভোট প্রদান করেন। নির্বাচনে ৭টি পদের বিপরীতে ১০জন প্রাার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় একই দিন রাত ৮টায়। নির্বাচনী কার্যক্রম সরাসরি রাজধানী ঢাকা থেকে পরিচালনা করা হয়।

প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আগামী এক বছরের জন্য প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন ফজলুল করিম, ভাইস প্রেসিডেন্ট পদে সাদিয়া চৌধুরী, জেনারেল সেক্রেটারি পদে তৌফিকুল ইসলাম, ট্রেজারার পদে নিয়ামুল হক, পাবলিক রিলেশন অফিসার পদে আরমান মিয়া, প্রজেক্ট অফিসার পদে বায়েজিদ বিন বাশার, হিউম্যান রিসোর্স অফিসার পদে জসিম মিয়া নির্বাচিত হয়েছেন। সারাদেশে এসডিজির লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করে চলা সংগঠন ‘ভিবিডি’ এভাবেই প্রতিবছর নির্বাচনের মাধ্যমে তাদের নতুন নেতৃৃত্ব খুঁজে নেয়। নতুন এই বোর্ডের সভাপতি ফজলুল করিম জানান, ভিবিডি ব্রাহ্মণবাড়িয়া জেলার যাত্রা শুরু করে ২০১৫ সালে সেই থেকেই পুরো বছর ধরে ভিবিডি ব্রাহ্মণবাড়িয়া জেলা অর্ধশত ভলেন্টিয়ার নিয়ে কাজ করে যাচ্ছে। করোনা পরিস্থিতি ও দেশের দুর্যোগকালীর সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করে সংগঠনটি ইতোমধ্যে দেশে সাড়া ফেলেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার যে কোনো ধরনের সমস্যা সমাধানে ও নাগরিকদের জীবন মান উন্নয়নে কাজ করতে চায় তাদের সংগঠন।

 

তিনি আরও বলেন, এসডিজি লক্ষ্যমাত্রা পূরণ, ভলান্টিয়ারদের দক্ষতা বৃদ্ধি এবং যেকোন সামাজিক ও মানবিক কাজ করতে আমরা সর্বদা প্রস্তুত। তিনি সকল ভলেন্টিয়ার এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং ব্রাহ্মণবাড়িয়াকে একটি আদর্শ জেলায় রূপান্তারিত করতে কাজ করার প্রয়াস ব্যক্ত করেন।

উল্লেখ্য, জাগো ফাউন্ডেশনের ইউথ উইং হিসেবে ইউএস এম্বাসির সহায়তায় ২০১১ সালে ভলান্টিয়ার ফর বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। ৮টি বিভাগে ৬৪টি জেলায় মোট ৫০,০০০ নিবন্ধনকৃত ভলেন্টিয়ার ‘লেট্’স রিবিল্ড আওয়ার নেশন’ স্লোগানকে প্রধান লক্ষ্য হিসেবে ধরে কাজ করছে। স্বেচ্ছাসেবাকে সহজতর এবং ক্ষমতায়ীত করার মাধ্যমে দেশের উন্নয়নে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা ভলেন্টিয়ার ফর বাংলাদেশের মিশন। এছাড়াও ইয়ুথ প্রোজেক্টের আওতায় প্রত্যকটি জেলায় এসডিজি লক্ষ্য অর্জনের জন্য কাজ করে চলেছে সংগঠনটি।

সারাদেশে এসডিজির লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করে চলা সংগঠন ভিবিডি এভাবেই প্রতিবছর নির্বাচনের মাধ্যমে তাদের নতুন নেতৃত্ব খুঁজে নেয়।

ক্যাটাগরি: ব্রাহ্মণবাড়িয়া,  শীর্ষ তিন

ট্যাগ: