example.com
Verify you are human by completing the action below.
আগামীকাল ২৮ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার পাইকপাড়াস্থ আর্ন্তজাতিক মাতৃভাষা একাডেমি মিলনায়তনে (লাকি টাওয়ার, ৩য় তলা) ‘মাতৃভাষা উৎসব’ অনুষ্ঠিত হবে। এ দেশের বিশাল জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তর, দক্ষতা বৃদ্ধি ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকারের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ‘আর্ন্তজাতিক মাতৃভাষা একাডেমির’ আয়োজনে এ মাতৃভাষা উৎসব আয়োজন করা হয়েছে।
জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে কাজ করা ‘পিস অ্যান্ড হারমোনি ট্রাস্ট’-এর অঙ্গীকার; পৃথিবীর সকল বিপন্ন, জীবন্ত ও লুপ্ত ভাষা পুনরুদ্ধার, রক্ষা ও বিকাশে অবদান রাখা অন্যতম অভীষ্ট। এই অঙ্গীকার ও অভীষ্ট বাস্তবায়ন প্রচেষ্টার অংশ হিসেবে খেলাধুলার মাধ্যমে পৃথিবীর সকল মাতৃভাষা পৃথিবীর সকল ভাষাভাষী মানুষকে সহজতম উপায়ে শেখানোর প্রয়াসে পিস আ্যান্ড হারমোনি ট্রাস্ট প্রতিষ্ঠা করেছে পৃথিবীর সর্বপ্রথম এই ‘আন্তর্জাতিক মাতৃভাষা একাডেমি’।
উৎসবের প্রতিপাদ্য “মাতৃভাষার মাধ্যমে বিদেশি ভাষা শিখি”। এতে কবি আনিস মুহম্মদ উদ্ভাবিত ল্যাঙ্গুয়েজ বোর্ড ও ২১ দেশের মাতৃভাষা শিখন কৌশল প্রদর্শন করা হবে। বিশ্বপ্রদীপের সারথী আপনি। মাতৃভাষা উৎসবে আপনার দ্যুতিময় উপস্থিতি ও সহযোগিতা কামনা করি। বিনীত: মো. আবু নাসের, চীফ অপারেটিং অফিসার, আন্তর্জাতিক মাতৃভাষা একাডেমি। হটলাইন নম্বর: +৮৮০১৩২৭-৪২২৪৯৪
প্রেস বিজ্ঞপ্তি
ক্যাটাগরি: প্রধান খবর, শীর্ষ তিন