example.com
Verify you are human by completing the action below.
ইমাম হোসেন চেয়েছিলেন ইসলামের খেলাফত। যেখানে তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠা করবেন।
ইমাম হোসেনের রক্তে ইসলামের ন্যায়, সত্য, আর দাসত্বহীন মুক্তির যে সূর্য সেদিন কারবালার ময়দানে ডুবেছিল তা আজও কি উদিত হয়েছে পূর্ণরুপে? এজিদও কিন্তু মুসলমানই ছিল। এজিদের চারপাশেই ছিল সেদিন ক্ষমতালোভী, ধর্মান্ধ আর স্বার্থান্বেষী আলেম সমাজ।
এজিদ চেয়েছিল সাম্রাজ্যবাদী রাজতন্ত্র, যেখানে ইসলামের নামে সে মানুষের উপর রাজত্ব করবে। আর ইমাম হোসেন চেয়েছিলেন ইসলামের খেলাফত। যেখানে তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠা করবেন। আজ চারপাশে তাকালে ইসলামের নামে এজিদের চরদের দেখতে পাই বেশি, তাই আজ সারা পৃথিবীটাই যেন কারবালার ময়দান।
“দেখ পাক কোরআন, শোন নবীজীর ফরমান/ ভোগের তরে আসেনি, দুনিয়ায় মুসলমান”
সিরিয়া, ইরাক, লিবিয়া, ফিলিস্তিন, ইউক্রেন, ইয়েমেনের রক্তাক্ত নারী শিশু পুরুষেরা রক্তের স্রোতের মধ্যে থেকে যেন বলে উঠছে, “হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন”।
তাই হয়তো কাজী নজরুল ইসলাম বলেছিলেন,
“দেখ পাক কোরআন, শোন নবীজীর ফরমান।
ভোগের তরে আসেনি দুনিয়ায় মুসলমান”
জান্নাতুল মাওয়া ড্রথি
সাংবাদিক, কলামিস্ট
ক্যাটাগরি: ধর্ম-দর্শন-বিজ্ঞান, মিনি কলাম