জানাজা শেষে দাফন করা হয় ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইলকান্দি গোরস্থানে। সেখানে সাধারণ জনতাসহ অংশগ্রহণ করেন আলেম সমাজ, তার আত্মীয়-স্বজন, ছাত্র-শিক্ষকবৃন্দ, দূর-দূরান্ত থেকে আগত অতিথি ও স্থানীয় জনগণ।
‘কুমিল্লার হুজুর’ নামে খ্যাত ব্রাহ্মণবাড়িয়া খতমে নবুওয়াত মাদ্রাসার হিফজ বিভাগের দীর্ঘদিনের শিক্ষক হাফেজ কারী আবুল হাসান আর নেই। গত ৬ জুলাই রবিবার ভোর পাঁচটায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন…
রবিবার জোহরবাদ তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় তারই দীর্ঘ ২৬ বছরের কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়া তাজুল উলুম তাহাফফুজে খতমে নবুওয়াত প্রাঙ্গনে। এ জানাজার নামাজে ব্রাহ্মণবাড়িয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম সমাজ, সারাদেশে ছড়িয়েছিটিয়ে থাকা ছাত্র-শিক্ষকসহ স্থানীয় জনতার ঢল নামে। মাদ্রাসা কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়।

জানাজা শেষে দাফন করা হয় ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইলকান্দি গোরস্থানে। সেখানে সাধারণ জনতাসহ অংশগ্রহণ করেন আলেম সমাজ, তার আত্মীয়-স্বজন, ছাত্র-শিক্ষকবৃন্দ, দূর-দূরান্ত থেকে আগত অতিথি ও স্থানীয় জনগণ।

দাফন শেষে তার ছাত্রগণ শিমরাইলকান্দি কেন্দ্রীয় মসজিদে বৈঠক করে ভবিষ্যতে তার চিন্তাধারাকে বাস্তবায়নের জন্য ‘হাফেজ আবুল হাসান ফাউন্ডেশন’ নামে একটি ফাউন্ডেশন গঠন করেন এবং এটি পরিচালনার জন্য এর আংশিক কমিটিও গঠিত হয়।
উল্লেখ্য: আগামী ১১ জুলাই শুক্রবার বাদ জুম্মা খতমে নবুওয়াত মাদ্রাসার হেফজ বিভাগে তার জন্য দোয়া মাহফিল ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হবে। এতে তার পরিবারের সদস্য, তার ছাত্রবৃন্দসহ অনেকেই উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।
ক্যাটাগরি: ইসলাম, প্রধান খবর, শীর্ষ তিন
