example.com
Verify you are human by completing the action below.
আগামীকাল মঙ্গলবার (১২ জুলাই ২০২২) থেকে ৭ দিনব্যাপী নারায়ণগঞ্জের রূপগঞ্জ চনপাড়ায় শুরু হচ্ছে “বক্তৃতা আবৃত্তি উপস্থাপনা ও সাহিত্য সাংবাদিকতা কর্মশালা”। আদ দাঈ সাহিত্য একাডেমি কর্তৃক আয়োজিত কোর্সটি অনুষ্ঠিত হবে ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ চনপাড়া মোড় সংলগ্ন বাইতুর রাসুল (সা.) ইসলামিয়া মাদ্রাসায়।
এতে প্রধান প্রশিক্ষক হিসেবে আছেন ‘আদ দাঈ সাহিত্য একাডেমি’র প্রতিষ্ঠাতা ও পরিচালক; বক্তৃতা-আবৃত্তি-উপস্থাপনা বিষয়ক সাড়া জাগানো বই ‘মঞ্চ থেকে মিডিয়া’র লেখক জামিল আহমাদ আল জামি। সহপ্রশিক্ষক হিসেবে আছেন তরুণ লেখক ও মঞ্চ কাঁপানো উপস্থাপক আমির হামজা আল জামি এবং সাংবাদিক ও কলামিস্ট জাকির মাহদিন।
ক্যাটাগরি: ইসলাম, প্রধান খবর, শীর্ষ তিন