example.com
Verify you are human by completing the action below.
রাজধানীর বংশালে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যার ঘটনায় ভিকটিমের স্বামী মো. ইব্রাহীমকে (৩৭) গ্রেপ্তার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে বংশালের সিক্কাটুলী লেন এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বংশাল থানা সূত্রে জানা যায়, ভিকটিম মাকসুদা খাতুনের (২৭) সঙ্গে দুই বছর আগে মো. ইব্রাহীমের বিয়ে হয়। তারা বংশাল থানাধীন ৩৩ নং ওয়ার্ডস্থ ২৪ নং সিক্কাটুলী এলাকায় ওলি মোহাম্মদের বাসার দ্বিতীয় তলায় বসবাস করতেন।
মাকসুদার এক বছর বয়সী একটি মেয়ে রয়েছে। তার স্বামী ইব্রাহিম পেশায় একজন ফ্রিল্যান্সার। বিয়ের পর বেশ কয়েকবারই তাদের মধ্যে নানা বিষয়ে পারিবারিক কলহ দেখা দেয়।
পুলিশ আরো জানায়, শুক্রবার বিকেলে সন্দেহের জের ধরে কথা-কাটাকাটির এক পর্যায়ে রাগান্বিত হয়ে মাকসুদাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন ইব্রাহিম। মাথায় হাতুড়ির গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ক্যাটাগরি: অপরাধ-দুর্নীতি, প্রধান খবর, শীর্ষ তিন