লেখক সম্মাননা প্রদানের আগে মাওলানা মুফতি মুবারকুল্লাহ`র আমন্ত্রণে আদ-দাঈ সাহিত্য একাডেমি প্রতিনিধি দল জামেয়া ইউনুছিয়ার অর্ধবার্ষিক পরীক্ষার হল পরিদর্শন করেন।
বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান `জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়া`র মুহতামিম, শাইখুল হাদিস ও প্রধান মুফতি আল্লামা মুবারকুল্লাহকে আদ-দাঈ সাহিত্য একাডেমি কর্তৃক `লেখক সম্মাননা স্মারক` প্রদান করা হয়েছে। সোমবার ১৭ অক্টোবর সকাল ১০টায় জামিয়া ইউনুছিয়া কার্যালয়ে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামিয়ার সদরে মুহতামিম মাওলানা আশেকে এলাহী ইব্রাহিমী, মাস্টার গোলাম মোস্তফা, আদ-দাঈর প্রধান প্রশিক্ষক জামিল আহমাদ আল জামি, সহপ্রশিক্ষক আমির হামজা আল জামি, দেশ দর্শন সম্পাদক ও ভাষাপ্রশিক্ষক জাকির মাহদিন, জামিয়া আরাবিয়া খৈয়াসার মাদরাসার পরিচালক মুফতি শরীফ আহমাদ প্রমুখ।
উল্লেখ্য, লেখক সম্মাননা প্রদানের আগে মাওলানা মুফতি মুবারকুল্লাহ`র আমন্ত্রণে আদ-দাঈ সাহিত্য একাডেমি প্রতিনিধি দল জামিয়া ইউনুছিয়ার অর্ধবার্ষিক পরীক্ষার হল পরিদর্শন করেন। এছাড়াও এ প্রতিনিধি দলকে মুফতি মুবারকুল্লাহ নিজের লেখা ৮টি করে বই উপহার দেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
ক্যাটাগরি: বিশেষ প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া, শীর্ষ তিন