রবিবার রাত ৩:১৪, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ. ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ খবর:
হাফেজ আবুল হাসান কুমিল্লার হুজুরের জানাযায় জনতার ঢল ‘আমার স্ত্রী মাকসুদাকে মেরে ফেলেছি, আমাকে থানায় নিয়ে যান’ বন্যার্তদের জন্য জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের আলোচনাসভা ও দোয়া ব্রাহ্মণবাড়িয়া আয়কর আইনজীবী সমিতির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত ২৮ ফেব্রুয়ারি মাতৃভাষা একাডেমিতে ‘মাতৃভাষা উৎসব’ ভলান্টিয়ার ফর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা বোর্ড নির্বাচন অনুষ্ঠিত নির্বাচনী পোস্টারে লেমিনেশন ও পলিথিন ব্যবহাররোধে স্মারকলিপি ক্ষমতার স্বপ্নে বিভোর জাতীয় পার্টি: চুন্নু মাতৃভাষা একাডেমিতে কবিতা আড্ডা অনুষ্ঠিত হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটি ব্রাহ্মণবা‌ড়িয়া সম্মেলন অনু‌ষ্ঠিত ব্রাহ্মণবা‌ড়িয়ার বিখ্যাত বাইশমৌজা বাজার ও গরুর হাট ব্রাহ্মণবা‌ড়িয়ায় তরুণ আলেমদের ২য় মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাহিত্যে রহিম করিম ওয়ার্ল্ড প্রাইজ পেলেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান

৮৯৯ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

শুধু সমসাময়িক বাংলা সাহিত্যে নয়, বৈশ্বিক সাহিত্যের এক পরিচিত নাম এস এম শাহনূর। ২৫ বছরের সাহিত্য সাধনায় কঠোর শ্রম ও মেধার পরিচয় দিয়েছেন তিনি। গল্প-কবিতা, বেতার নাট্য, ভ্রমণ, জীবনী, ইতিহাস ঐতিহ্য, মুক্তিযুদ্ধ সকল বিভাগেই তার সফল বিচরণ। বাংলা সাহিত্যের সকল শাখায় তাঁর একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। দেশ বিদেশের নানান পত্রিকা ও সাময়িকীতে নিয়মিত তাঁর লেখা প্রকাশিত হয়। বিশ্বের ৩০টি ভাষায় অনূদিত এই সৃষ্টিশীল লেখকের লেখা গান-কবিতা দেশী-আন্তর্জাতিক টেলিভিশন, রেডিওতে সম্প্রচারিত হচ্ছে। তাই কারো কাছে তারুণ্যের কবি, লোকজ সংস্কৃতি ও ইতিহাসের গবেষক, কারো কাছে কথাসাহিত্যিক, বহুমাত্রিক লেখক। নিজের কর্মের জন্য জাতিসংঘ শান্তি পদক, বিশ্ববাঙালি সম্মাননা, কবি আল মাহমুদ স্মৃতি পদক, গ্লোবাল পোয়েট এওয়ার্ড সহ দেশ বিদেশের বহু সম্মাননা, পুরস্কার ও সংবর্ধনা লাভ করেন।

খুশির কথা হচ্ছে, তিনি সাহিত্যে বর্তমান বিশ্বের সম্মানজনক পুরস্কার “রহিম করিম ওয়ার্ল্ড প্রাইজ ২০২২” লাভ করেন। কিরগিজস্তানের বংশোদ্ভূত সম্মানিত বিশ্বকবি (উজবেক-রুশ-কিরগিজ-সোভিয়েত কবি, লেখক, প্রচারক, অনুবাদক) রহিম করিম কারমভের নামে কিরগিজস্তান থেকে সাহিত্যে অবদানের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়। শিশু অধিকারমূলক কবিতা ও আন্তর্জাতিক অঙ্গনে সংস্কৃতি বিনিময়ের জন্য বাংলাদেশের মেধাবী কবি এস এম শাহনূর-কে এ পুরস্কারে ভূষিত করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের ৩০ জন প্রতিষ্ঠিত কবি ও লেখকের সমন্বয়ে গঠিত নির্বাচক কমিটির নিকট বিশ্বের ৫ জন খ্যাতিমান কবি বাংলাদেশের কবি ও গবেষক এস এম শাহনূর-কে “রহিম করিম ওয়ার্ল্ড প্রাইজ-২২” প্রদানের জন্য মনোনয়ন দেন। এঁরা হলেন ইতালির কবি লিওলান্ডা লেটো, আর্জেন্টিনার সেলিব্রিটি নর্মা পোয়েট, সাইপ্রাসীয় কবি-শিল্পী ইফিজেনিয়া মেটোচি,স্লোভেনিয়ার কবি ক্রিস্টিনা আনাস্তাসিয়া ভেরাস ব্রজিন এবং নাইজেরিয়ার কবি হালিমা আব্দুলআজিজ।

“রহিম করিম ওয়ার্ল্ড প্রাইজ-২২” নির্বাচক কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত মোতাবেক উক্ত কমিটির প্রেসিডেন্ট বিশ্ব কবি রহিম করিম করিমভ, ভাইস প্রেসিডেন্ট কামরন করিম (করিমভ), ভাইস প্রেসিডেন্ট শাহাবজ করিম (করিমভ) স্বাক্ষরিত এক মনোনয়ন পত্রের মাধ্যমে এ সম্মানজনক পুরস্কার ঘোষনা করা হয়। প্রধানমন্ত্রী ইডেন সোরিয়ানো ত্রিনিদাদ (বীর তাউইল), জুলিও সিজার পাভানেত্তি গুতেরেস (উরুগুয়ে), লুকমান মাহমুদ (সিরিয়া), গোগি লর্টকিপানিডজে ( জর্জিয়া), জেবিগনিউ রথ (পোল্যান্ড), স্লোবোদান জুরোভিচ (সার্বিয়া), আলিকজা কুবেরস্কা (পোল্যান্ড), (অ্যান্টোইন সাইমন (ফ্রান্স) সহ বিশ্বের বহু গুণী কবি লেখক ও গবেষক এ পুরস্কারে ভূষিত হন।

আন্তর্জাতিক পুরস্কার রহিম করিম ওয়ার্ল্ড প্রাইজ-২২ এ ভূষিত কবি এস এস শাহনূর ১৯৭৯ সালের ৮ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলাধীন বল্লভপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম হাজী আব্দুল জব্বার, মাতার নাম জাহানারা বেগম। তাঁর অন্য আরেক গর্বিত পরিচয়, তিনি শায়খুল বাঙ্গাল সৈয়দ আবু মাছাকিন লাহিন্দী আল কাদেরী (রহ.) দুদু মিয়া পীর সাহেবের দৌহিত্র। কর্মজীবনে জাতিসংঘের UNIFIL এ দীর্ঘ সময় কর্মরত ছিলেন। চষে বেড়িয়েছেন ইউরোপ এশিয়ার নানান দেশ।

প্রতিবেদক: শরীফ আব্দুল্লাহ হিস সাকী
আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মী

Some text

ক্যাটাগরি: Uncategorized

Leave a Reply

One Hundred Free Indication Upwards…

Greatest On The Internet Sports…

Down Load The Particular Recognized…

Tala888 Sign In Upward In…

Tala888 App Download Turkhackteam

Tala888 Free A Hundred 202…

No Downpayment Reward

Your Ultimate Guide To Royal…

On-line Casino App Get Newest…