example.com
Verify you are human by completing the action below.
নারী জাতি সৃষ্টির শুরু থেকেই নিগ্রহের শিকার। ইসলাম ধর্ম নারী জাতিকে শুধু সম অধিকারই দেয়নি, করেছে পুুরুষের চেয়ে অধিক সম্মানিত। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া ভারতীয় উপমহাদেশের নারী জাগরণের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। নারী শিক্ষা ও নারী শক্তিকে জাগ্রত করতে যুগে যুগে মাদার তেরেসা, প্রিন্সেস ডায়নার মতো নারীরা এ পৃথিবীকে প্রতিনিধিত্ব করে গেছেন। মুসলিম নারী সমাজকে কুসংকারাচ্ছন্ন জীবন থেকে মুক্তি দিতে বেগম রোকেয়ার মতো ব্যক্তিত্বরা কাজ করে গেছেন। তাদের হাত ধরেই এ অঞ্চলের নারী সমাজের সমাজের মূলধারায় পদচারণা শুরু।
প্রযুক্তিনির্ভর আধুনিক পৃথিবীতেও নারী সমাজের একাংশ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাভাবিক গতিধারায় ফিরাতে কাজ করছে। প্রিসিলা ফাতেমা, ফাতেহা আয়াতের মতো অনলাইন এক্টিভিস্টরাও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে বিদেশে বসে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা করতে কাজ করে যাচ্ছেন।
আমাদের দেশের প্রায় ৪২% মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে। সমাজের সকল নারীকে পুরুষের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত করা না গেলে স্বনির্ভরতা অর্জন সহজসাধ্য নয় বলে সংশ্লিষ্টরা মনে করেন।
মোঃ ইমতিয়াজুল ইসলাম
সাংবাদিক, কলামিস্ট
Some text
ক্যাটাগরি: Uncategorized