example.com
Verify you are human by completing the action below.
হামাস এক ধাপ উঠলে, আমরা পাঁচ ধাপ উঠবো। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে এমন হুঁশিয়ারিই দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্ট।
লেবান-ইসরায়েল সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়ে গ্যালান্ট বলেন, ‘আমরা যুদ্ধ চাই না। কিন্তু আমরা দীর্ঘদিন যুদ্ধ করবোও না।’ তিনি বলেন, ‘যদি লেবাননের হিজবুল্লাহ এক ধাপ উপরে উঠতে চায়, তবে আমরা পাঁচ ধাপ উপরে উঠবো।’
তিনি আরো বলেন, ইসরাইল গাজায় যা করছে, হিজবুল্লাহর জন্য লেবাননেও একই কাণ্ড কপি ও পেস্ট করবে। মানে লেবাননকে গাজার মতো ধ্বংসস্তুপে পরিণত করবে।
গ্যালান্ট বলেছেন, ‘আমরা গাজায় যা করেছি, বৈরুতেও তাই করতে পারি। যদি আমাদেরকে হিজবুল্লাহ যুদ্ধে টেনে নেয়, তবে তার জন্য কঠিন মূল্য চুকাতে হবে। হিজবুল্লাহর আগ্রাসন আর সহ্য করা হবে না। তাদেরকে আবারও সাবধান করে দিচ্ছি।’
Some text
ক্যাটাগরি: Uncategorized