![](http://www.deshdorshon.com/wp-content/uploads/2022/06/IMG_20220611_123938-750x420.jpg?v=1654934927)
আপনি যখন বাড়িতে থেকে, নিয়মিত দায়-দায়িত্ব পালন করে মাসে অন্তত দুয়েকটা গুরুত্বপূর্ণ বই পড়তে পারবেন না, তখন সংসার থেকে ছুটি নিয়ে বইসহ দুতিন দিনের জন্য দূরে কোথাও চলে যান। তারপর বইটি পড়ায় মনোযোগ দিন। বইটি শেষ করুন। প্রকৃতি দেখুন। প্রকৃতির সঙ্গে কথা বলুন।
সাথে ভিন্ন জায়গার মানুষের সঙ্গে মতবিনিময় করুন। তারপর বাড়িতে এসে আপনার সেই পড়া, শিক্ষা, উপলব্ধি পরিবার, সংসার ও সমাজে বিলিয়ে দিন। পরের মাসে আবার বই নিয়ে বেরিয়ে পড়ুন। নির্দিষ্ট কিম্বা অনির্দিষ্ট গন্তব্যে। প্রকৃতির সুবিস্তৃত বুকে। ৮ জুন ২০২২, শ্রীমঙ্গল।
কপি ফ্রম: জাকির মাহদিন
Some text
ক্যাটাগরি: Uncategorized