শনিবার সকাল ৯:২৫, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
সর্বশেষ খবর:
ব্রাহ্মণবাড়িয়া আয়কর আইনজীবী সমিতির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত ২৮ ফেব্রুয়ারি মাতৃভাষা একাডেমিতে ‘মাতৃভাষা উৎসব’ ভলান্টিয়ার ফর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা বোর্ড নির্বাচন অনুষ্ঠিত নির্বাচনী পোস্টারে লেমিনেশন ও পলিথিন ব্যবহাররোধে স্মারকলিপি ক্ষমতার স্বপ্নে বিভোর জাতীয় পার্টি: চুন্নু মাতৃভাষা একাডেমিতে কবিতা আড্ডা অনুষ্ঠিত হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটি ব্রাহ্মণবা‌ড়িয়া সম্মেলন অনু‌ষ্ঠিত ব্রাহ্মণবা‌ড়িয়ার বিখ্যাত বাইশমৌজা বাজার ও গরুর হাট ব্রাহ্মণবা‌ড়িয়ায় তরুণ আলেমদের ২য় মতবিনিময় সভা অনুষ্ঠিত তরুণ আলেমদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলাম তরবা‌রির জো‌রে প্রতি‌ষ্ঠিত হয়‌নি: আলেমদের সঙ্গে মোকতা‌দির চৌধুরী ফাহমিদা প্রজেক্ট আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোকতাদির চৌধুরী এমপি

ঢাকায় সপ্তাহব্যাপী বক্তৃতা আবৃত্তি উপস্থাপনা ও সাহিত্য সাংবাদিকতা কর্মশালা

দেশ দর্শন প্রতিবেদক

আগামীকাল মঙ্গলবার (১২ জুলাই ২০২২) থেকে ৭ দিনব্যাপী নারায়ণগঞ্জের রূপগঞ্জ চনপাড়ায় শুরু হচ্ছে “বক্তৃতা আবৃত্তি উপস্থাপনা ও সাহিত্য সাংবাদিকতা কর্মশালা”। আদ দাঈ সাহিত্য একাডেমি কর্তৃক আয়োজিত কোর্সটি অনুষ্ঠিত হবে ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ চনপাড়া মোড় সংলগ্ন বাইতুর রাসুল (সা.) ইসলামিয়া মাদ্রাসায়।

এতে প্রধান প্রশিক্ষক হিসেবে আছেন ‘আদ দাঈ সাহিত্য একাডেমি’র প্রতিষ্ঠাতা ও পরিচালক; বক্তৃতা-আবৃত্তি-উপস্থাপনা বিষয়ক সাড়া জাগানো বই ‘মঞ্চ থেকে মিডিয়া’র লেখক জামিল আহমাদ আল জামি। সহপ্রশিক্ষক হিসেবে আছেন তরুণ লেখক ও মঞ্চ কাঁপানো উপস্থাপক আমির হামজা আল জামি এবং সাংবাদিক ও কলামিস্ট জাকির মাহদিন

যাতায়াত: যাত্রাবাড়ী/সাইনবোর্ড থেকে স্টাফ কোয়ার্টার হয়ে চনপাড়া মোড়ে অবস্থিত বাইতুর রাসুল (সা.) ইসলামিয়া মাদরাসা। সার্বিক যোগাযোগ: মাওলানা জামিল আহমদ আল জামি- 01976541282 ও আমির হামজা আল জামি 01732885248
উল্লেখ্য, প্রতি ঈদ ও পরীক্ষার ছুটিগুলোতে আদ দাঈ সাহিত্য একাডেমি সারাদেশের ভিভিন্ন জায়গায় নিয়মিতই আবৃত্তি উপস্থাপনা ও সাহিত্য সাংবাদিকতা বিষয়ক কর্মশালার আয়োজন করে থাকে।

ক্যাটাগরি: ইসলাম,  প্রধান খবর,  শীর্ষ তিন

ট্যাগ:

Leave a Reply