রবিবার দুপুর ২:২৪, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ. ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সর্বশেষ খবর:
হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটি ব্রাহ্মণবা‌ড়িয়া সম্মেলন অনু‌ষ্ঠিত ব্রাহ্মণবা‌ড়িয়ার বিখ্যাত বাইশমৌজা বাজার ও গরুর হাট ব্রাহ্মণবা‌ড়িয়ায় তরুণ আলেমদের ২য় মতবিনিময় সভা অনুষ্ঠিত তরুণ আলেমদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলাম তরবা‌রির জো‌রে প্রতি‌ষ্ঠিত হয়‌নি: আলেমদের সঙ্গে মোকতা‌দির চৌধুরী ফাহমিদা প্রজেক্ট আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোকতাদির চৌধুরী এমপি ফাহমিদা প্রজেক্ট: অব‌হে‌লিত নারী‌দের কর্মসংস্থানে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ ১২৫ বছরের বৃদ্ধা: গিনেস বুকে নাম উঠানোর প্রসঙ্গ নিউক্লিয়ার রেডিয়েশন শোষণ করে সূর্যমুখী শেষ হল ব্রাহ্মণবাড়িয়ায় ভাষা সাহিত্য সাংবাদিকতা কোর্স মুফতি মুবারকুল্লাহকে আদ-দাঈর `লেখক সম্মাননা স্মারক` প্রদান মহামন্দার শঙ্কায় বিশ্বঅর্থনী‌তি: অচলায়ত‌নে বাংলা‌দেশ

বিশ্বাসে আঘাত মানবতাবিরোধী অপরাধ

আ‌দিত্য আরাফাত

"প্রতিবেশী রাষ্ট্রের প্রভাবশালী বিজেপি নেত্রীর হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে করা মন্তব্যটি জঘন্য। এর নিন্দা জানাই। মানুষের বিশ্বাসের জায়গায় আঘাত করা মানবতাবিরোধী অপরাধ।"

ধর্মটা শুধু ধার্মিকের আবেগের জায়গা নয়। নিয়মিত ধর্ম পালন করেন না কিন্তু বিশ্বাস করেন, তাদেরও আবেগের জায়গা। যে কোনো ধর্মের বেলায় এটা প্রযোজ্য।

মহামানব মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অবমাননা কোনোভাবে মুসলিমরা মেনে নিবে না। নেয়া উচিতও নয়। হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টানরাও তাদের ধর্মের প্রবর্তক অথবা ধর্মীয় প্রধান ব্যক্তিকে নিয়ে কঠাক্ষ করলে মেনে নিবে না। তাছাড়া ভারতে যা হয়েছে তা সাধারণ কোনো ব্যক্তি অন্য ধর্ম নিয়ে কঠাক্ষ করেননি। এটা এসেছে ওই দেশের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে। মহানবীকে নিয়ে অশ্লীল বক্তব্য শুধু সংখ্যালঘু মুসলিমদেরই আঘাত করেনি, সারাবিশ্বে ওই ধর্মের অনুসারীদের মানসিকভাবে আহত করেছে। মত প্রকাশের স্বাধীনতা মানেই অন্যের ধর্মীয় বিশ্বাসে আঘাত নয়।

আমি কোনো সুবিধাবাদী ব্যক্তি নই যে, অন্য ধর্ম নিয়ে কেউ কঠাক্ষ করলে ফেসবুকে ঝড় তুলবো আর মুসলিমদের বেলায় চুপ থেকে ইন্টেলেকচুয়াল সেজে চুপ থাকবো। কোনো ভনিতা না করে বলি, প্রতিবেশী রাষ্ট্রের প্রভাবশালী বিজেপি নেত্রীর হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে করা মন্তব্যটি জঘন্য। এর নিন্দা জানাই। মানুষের বিশ্বাসের জায়গায় আঘাত করা মানবতাবিরোধী অপরাধ। এ নিয়ে যারা প্রতিবাদ করছেন তা অহিংষ হোক।

আ‌দিত্য আরাফাত

বি‌শেষ প্রতি‌নিধি: ডিবি‌সি নিউজ

ক্যাটাগরি: ধর্ম-দর্শন-বিজ্ঞান,  মিনি কলাম

ট্যাগ:

Leave a Reply